কৌশিক গাঙ্গুলির ছবিতে কাজ করেও টাকা পাননি! পরিচালকের বিরুদ্ধে অভিযোগ উঠতেই শোরগোল নেটপাড়ায়

কৌশিক গাঙ্গুলি

ফের আরও একবার আলোচনার কেন্দ্রে পরিচালক অভিনেতা কৌশিক গাঙ্গুলি। পরিচালকের বিরুদ্ধে অভিযোগ নিয়েই শুরু হয়েছে নেটপাড়ার চর্চা। অভিযোগ কৌশিক গাঙ্গুলি পরিচালিত ছবি ‘অসুখ বিসুখ’ এ কাজ করেও নাকি পারিশ্রমিক পাননি কয়েকজন জুনিয়র আর্টিস্ট।

অভিযোগকারী মানব চৌধুরীর দাবি অনুযায়ী, ‘অসুখ বিসুখ’ ছবিটি তৈরি হয়েছিল ২০২৪ সালে। সেই ছবির জুনিয়র আর্টিস্টদের প্রায় তিন লক্ষ কুড়ি হাজার টাকা এখনও বকেয়া। তার বক্তব্য এক প্রযোজনা সংস্থা থেকে অন্য প্রযোজনা সংস্থার দরজায় ঘুরেও আজ পর্যন্ত সেই টাকা মেলেনি। অভিযোগ শেষে তিনি প্রশ্ন করেন পরিচালক হিসাবে এই বকেয়া টাকার দায়ভার কি কৌশিকের উপরে পড়ে না?

এমন মন্তব্যে একেবারেই চুপ থাকেননি পরিচালক। কৌশিক জানিয়েছেন, সেই ছবির প্রথম প্রযোজকের সঙ্গে তিনি নিজেও কোনভাবেই যগাযগ করতে পারেননি। উলটে তার নিজেরও নাকি ওই প্রযোজকের কাছে বড় অঙ্কের টাকা পাওনা রয়ে গেছে। কৌশিক আরও জানান, ছবিটি তৈরি হওয়ার পর প্রযোজনা সংস্থা বদলে যায় ফলে জুনিয়র আর্টিস্টদের মত তিনিও ওই একই পরিস্থিতিতে রয়েছেন।

প্রথমে ছবিটির প্রযোজক ছিল শ্যামসুন্দর দে পরিচালিত শ্যআডো ফিল্মস। শুটিংয়ের শেষ পর্যায়ে সহ প্রযোজক হিসাবে যুক্ত হয় সুরিন্দর ফিল্মস। ইন্ডাস্ট্রিতে বকেয়া পারিশ্রমিক নিয়ে শ্যামসুন্দরের বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছে।