লীনা গাঙ্গুলির সিরিয়ালে সব শাশুড়িই কুচুটে! তীব্র কটাক্ষ নেটিজেনদের

লীনা গঙ্গোপাধ্যায়

বর্তমানে বাংলা সিরিয়ালে ঘরকন্নার কূটকচালি থাকা সত্বেও গল্পে নায়ক নায়িকা ছাড়াও অধিকাংশ সিরিয়ালকেই প্রাণবন্ত করে তোলে সিরিয়ালের ভিলেন শাশুড়িরা। এদের ছাড়া সিরিয়াল একেবারে অচল। বউমাদের কীভাবে জব্দ করবেন সারাক্ষণ এই ষড়যন্ত্রতেই তাঁদের দিন কাবার হয়ে যায়।

বাংলা ধারাবাহিক মানেই লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। দীর্ঘদিন ধরে ধারাবাহিক জগতে লেখিকার লেখার সমস্ত অসাধারণ গল্প আমরা টিভির পর্দায় দেখে আসছি। লেখিকার লিখিত সবকটি ধারাবাহিকই দর্শকদের মনে জায়গা তৈরি করে নিয়েছে বারবার। কারণ বাকি পাঁচটা গল্পের তুলনায় লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিকের গল্প সবসময় আলাদা ছিল।

তবে লেখিকার গল্পে একটা জিনিস সব সময় কমন দেখা গিয়েছে। সেটা হচ্ছে লেখিকার ধারাবাহিকের গল্পে সব শাশুড়িরাই বরাবর কুচুটে হয়। তার প্রমাণ বার বার পেয়েছেন দর্শক।

অন্যান্য ধারাবাহিকে যেমন শাশুড়িরা নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন কিংবা বৌমাদের কাছে নিজেদের মাথা নত করেছে। লীনা গাঙ্গুলির ধারাবাহিকে কিন্তু এমনটা খুব কমই দেখা যায়।

লেখিকার গল্পে বৌমাদের ভালো কিছুতেই সহ্য করতে পারেনা শাশুড়িরা। আর এই নিয়েই সোশ্যাল মিডিয়াতে দর্শকরা ট্রোল করছেন লেখিকাকে।