‘সারেগামাপা’ থেকে বাদ পড়ল সব খুদে! ‘নেবেন না যখন, বাচ্চাদের অডিশনে ডাকলেন কেন?’, গানের রিয়েলিটি শো-এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ নেটিজেনদের

সারেগামাপা

কিছুদিন আগেই শুরু হয়েছে জি-বাংলা জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’। এই মঞ্চে বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান শিল্পীরা হাজির হন। তাদের গান শুনে সেরাদের বেছে নেন বিচারকরা। তবে প্রতিবারের চেয়ে এবারে ‘সারেগামাপা’র মঞ্চে একটু আলাদা আকর্ষণ রয়েছে। বড়দের পাশাপাশি অডিশন দিতে দেখা যাচ্ছে ছোটদেরও। পাশাপাশি রয়েছেন পন্ডিত অজয় চক্রবর্তী, যিনি বেশিরভাগ সময় প্রতিযোগীদের শুধু খালি গলায় গান গাইতে বলেন এবং সেই গান শুনেই তাদের বাছাই করেন।

তবে এই মুহূর্তে নেটদুনিয়ায় ‘সারেগামাপা’ বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা। আসলে এই রিয়েলিটি শো-এর মূল পর্ব থেকে সব বাচ্চাদের বাদ দিয়ে দেওয়া হল। কারণ পণ্ডিত অজয় চক্রবর্তী ঘোষণা করেন, এত অল্প বয়সে খুদেরা এই প্রতিযোগিতায় অংশ নিলে তাদের পড়াশোনায় ক্ষতি হতে পারে। তাই শিশুদের কল্যাণেই এই সিদ্ধান্ত নেওয় হল।

তবে এই শো থেকে শিশুদের বাদ দেওয়ায় নেটিজেনদের একটি বড় অংশ বেজায় চটেছেন। সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন তারা। নেটিজেনরা ক্ষোভে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, ” নেবেন না যখন, বাচ্চাদের অডিশনে ডাকলেন কেন?”। আবার কেউ কেউ বলছেন “এটা একটা ষড়যন্ত্র হল”। বলাই বাহুল্য নেটিজেনদের একাংশ শো-এর বিরুদ্ধে শোরগোল শুরু করেছে। অন্যদিকে একদল আবার এই সিদ্ধান্তের সমর্থন জানিয়েছেন।

সারেগামাপা

সারেগামাপা

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here