‘নায়ক বা নায়িকা বলে কিছু হয় না, এখন সব চরিত্রই সমান গুরুত্ব পায়’, বললেন ‘বউ কথা কও’-এর নিখিল ওরফে অভিনেতা ঋজু বিশ্বাস

অভিনেতা ঋজু বিশ্বাস

‘বউ কথা কও’-এর সেই নিখিল চরিত্র সহজে ভোলা সম্ভব নয়। মৌরি-নিখিলের জুটি টিভির পর্দায় মাইলস্টোন রচনা করে গেছে। নিখিল চরিত্রে অভিনেতা ঋজু বিশ্বাসের দুর্দান্ত অভিনয় বাঙালি মনে আজও তাজা। তারপর তোমায় আমায় মিলে’, ‘মিলন তিথি’র মতো একাধিক ধারাবাহিকে তাকে মুখ্য চরিত্রে দেখা গেছে। তবে ইদানীং বেশিরভাগ ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে দেখা মিলছে অভিনেতার। এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার কাছে মুখ খুলতে দেখা যায় তাকে।

মুখ্য চরিত্রের পর দীর্ঘ সময় ইন্ডাস্ট্রি থেকে ব্রেক নিয়েছিলেন অভিনেতা ঋজু বিশ্বাস। তারপর ছোটপর্দায় ফিরলেও প্রধান চরিত্রে পাওয়া যায়নি তাকে। এই মুহূর্তে ছোটপর্দায় ‘গোধূলি আলাপ’-এর আদি নামেই পরিচিত। এখানেও পার্শ্ব চরিত্র। মুখ্য চরিত্র থেকে পার্শ্ব চরিত্র, কি বলছেন ছোটপর্দায় জনপ্রিয় নিখিল?

টলিউডে এক দশক কাটিয়ে ফেলা ঋজু বিশ্বাস মনে করেন, “বর্তমানে নায়িক-নায়িকা বলে আলাদা কিছু হয় না, তাদের পাশাপাশি অন্যান্য চরিত্র গুলো সমান গুরুত্ব পায়। অরিন্দম নোলকের উপর ফোকাস বেশি থাকতে পারে। কিন্তু আদি যখন পর্দায় আসে তাকেও ভীষণ গুরুত্ব দেওয়া হয়”।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here