“সব মিথ্যে কথা… তোমরা কিন্তু এটা ঠিক করছো না…”, আচমকা কার উপর ক্ষেপে গেলেন ইমন?

ইমন চক্রবর্তী

কাজ এবং স্বামী ছাড়া গায়িকা ইমন চক্রবর্তীর জীবনে দুজন স্পেশাল মানুষ আছে যাদের সঙ্গে বেশিরভাগ সময় কাটান গায়িকা। তারা হলেন গায়িকার বাবা এবং কাকা। এই দুই মানুষকে ভীষণ ভালোবাসেন ইমন, আর সেই ভালোবাসার ঝলক মাঝেমধ্যেই ধরা পড়ে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে।

এবার বাড়িতেই বসে ক্যামেরার সামনে বাবা এবং কাকাকে নিয়ে কিছু কথা শেয়ার করলেন গায়িকা। কিন্তু ভিডিওর মাঝেই ইমনের কথায় একেবারেই সহমত পোষণ করেননি বাবা ও কাকা। বরং গায়িকাকে উলটে বলে বসলেন এই সমস্ত মিথ্যে কথা বলে ভিডিও না বানাতে।

ঠিক কি হল গায়িকার সাথে? ভিডিও শুরু হতেই ইমন বলেন, নমস্কার আজ আমি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই। আমি কাজ ছাড়া যখনই বাড়িতে থাকি তখনই আমি ভোর চারটের সময় উঠে সকলের জন্য রান্না শুরু করে দিই। কিন্তু এই কথাটা শেষ হতে না হতেই হাসিতে গড়িয়ে পড়েন ইমন।

ভিডিও কিছুটা এগোতেই বোঝা যায় বেশ মজার ভিডিও হতে চলেছে এটি। ইমনের ভোরবেলায় ওঠার কথা শুনেই কাকা এবং বাবা দুজনেই হাসতে শুরু করেন। দুজনকে হাসতে দেখে ইমন বলেন, তোমরা কেন হাসছো? আমি কি উঠি না? ঠিক সেই সময় পাশ থেকে বাবা বলেন, সকাল ১১ টা ১২টার আগে বিছানা থেকে উঠে না।

এরপরেই ইমন বলেন, তোমরা কিন্তু এটা ঠিক করছো না। আমি কিন্তু দশটা বাজতে না বাজতেই ঘুমিয়ে পড়ি। এবারেও বাবা এবং কাকা দুজনেই হেসে ফেলেন। কাকা বলেন, এই ভিডিও এবার বন্ধ কর এতক্ষণ হাসি চেপে থাকতে পারছি না। রাত দশটায় নাকি তুই ঘুমিয়ে পড়িস?

ইমন কিছু বলার আগেই বাবা বলেন, রাত তিনটের আগে ঘুমায় না। ওয়েব সিরিজ সিনেমা দেখে। রাত দশটায় নাকি ও ঘুমিয়ে পড়ে! বাবার মুখে এই কথা শুনে সকলে হাসতে শুরু করেন। এরপরই কাকা বলেন, এবার এগুলো থামা। ভিডিও বন্ধ কর। এত মিথ্যা কথা বলিস না। এইভাবেই হাসতে হাসতে শেষ হয়ে যায় মজার ভিডিও।

বাড়িতে বসেই বাবা ও কাকাকে পাশে নিয়ে এক মজার ভিডিও বানালেন ইমন, যা মুহূর্তে মন জয় করেছে নেটিজেনদের।