বাংলার টেলি দুনিয়ার চেনা মুখ অভিনেত্রী পিয়ালি সাসমাল। যাকে বর্তমানে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’তে উকিল ধানুর চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। এছাড়াও সাঁঝের বাতি, গাঁটছড়া, সাহেবের চিঠি, তুমি যে আমার মা, ‘খেলনা বাড়ি’ র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি।
মডেলিং দিয়ে কেরিয়ারের যাত্রা শুরু হয় অভিনেত্রীর। সেখান থেকেই সুযোগ আসে অভিনয়ের। তবে অভিনেত্রীর পথচলা ততটাও সহজ ছিল না। জীবনে চড়াই উতরাই পার করেই আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছেন তিনি।
অভিনেত্রীর ছোটবেলা কেটেছে মালদাতে। পড়াশোনার দরুন কলকাতায় এসেছিলেন তিনি। অভিনয় করবেন তেমন কোন ইচ্ছা ছিল না তার। তার মায়ের ইচ্ছাতেই তার পথ চলা শুরু। অভিনয় জগতে পা রাখাতে পরিবারের আর কাউকে পাশে না পেলেও তার মা কে সবসময় পাশে পেয়েছেন অভিনেত্রী।
Tolly Factz নামক এক ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে, জীবনের কঠিন সময়ের কথা শেয়ার করলেন অভিনেত্রী পিয়ালি। সেখান থেকেই জানা যায়, কলকাতায় এসে কলেজে অ্যাডমিশন নিতেই মায়ের সাথে বাগুইহাটিতে এক পিসির বাড়ি থাকতেন তিনি।
দু দিন থাকার পরই তাকে শুনতে হয়েছে, যথেষ্ট বিয়ের বয়স হয়ে গেছে তাই আর পড়াশোনার দরকার নেই। পিসির পরিবারের সকলের তাদের থাকাতে আপত্তি জানালে, সেই রাতেই অভিনেত্রী তার মাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ায়।
হাজারো সমস্যার সন্মুখিন হওয়া সত্ত্বেও হোস্টেলে থেকে পড়াশোনা চালিয়ে যান তিনি। তার পড়াশোনার পাশাপাশি অভিনয় করার জন্য তার মাকে পরিবারের কাছে মার পর্যন্ত খেতে হয়েছে। তবুও নিজের লক্ষ্যে এগিয়ে গিয়ে আজ অনেকটাই সফল অভিনেত্রী।