২০২২ সালে রণবীরের সাথে বিয়ে সারেন আলিয়া। গোপনীয়তা বজায় রেখেই তারাই বিয়ে সারেন। বিয়ের দুই মাসের মধ্যেই মা হওয়ার সুখবর দেন অভিনেত্রী। মেয়ে রাহার বয়স এখন প্রায় দুই বছর। তাহলে কি এবার দ্বিতীয় সন্তান আসতে চলেছে কাপুর পরিবারে?
এবার দ্বিতীয় সন্তানে পরিকল্পনা শুরু করে দিয়েছেন আলিয়া আর রণবীর। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে আলিয়া নাকি খুব শীঘ্রই দ্বিতীয় সন্তান আসতে চলেছে।
মেয়ের নামের নিজের শরীরে উল্কি করিয়ে রেখেছেন। এবার এক সাক্ষাৎকারে রণবীর জানান, খুব শীঘ্রই দ্বিতীয় উল্কিটা করাব। হয়তো সেটা ৮ সংখ্যা সম্পর্কিত হতে পারে, কিংবা আমার দ্বিতীয় সন্তানের নামও হতে পারে।’ কিছুদিন আগে আলিয়াও এক পডকাস্টে এরকম মন্তব্য করেন। তাহলে কি এবার দ্বিতীয় সন্তান ঘরে আসার ইঙ্গিত দিল তারকা দম্পতি।