অ্যালবার্ট কাবো, যার গানে মুগ্ধ ছিলেন গোটা বাংলার মানুষ। জি-বাংলার সারেগামাপার সুরেলা কণ্ঠে গান গেয়ে জিতেছিলেন নেটিজেনদের মন। কিন্তু তার মতো একজন প্রতিযোগীকে হেরে যেত হল একটুর জন্য। তার জায়গায় ট্রফি ছিনিয়ে নিয়ে যায় পদ্মপলাশ। যাতে একেবারেই খুশি হননি দর্শকেরা।
পদ্মপলাশ ট্রফি জিতলে দর্শকদের মতে বাংলা সারেগামাপার বিজয়ী হয়েছিল অ্যালবার্ট কাবো। যদিও সেই সময় কেটে গিয়েছে। এরপর কাবো একাধিক শোয়ের ডাক পেয়েছেন। মিউজিক ভিডিও বানিয়েছেন। সবকিছু ঠিক চলছিল কিন্তু আচমকাই অন্ধকার নেমে আসে তার জীবনে। তার মাত্র সাড়ে আট মাসের মেয়ে এভিলিনকে হারিয়েছেন। কিন্তু সময় তো থেমে থাকে না।
মেয়ের শোক নিয়েই হিন্দি সারেগামাপার অডিশন দেন এবং সুযোগ পেয়ে যান। এই মুহূর্ত হিন্দি জি-টিভির পর্দায় সম্প্রচার হচ্ছে এই গানের রিয়েলিটি শো। বাংলা সারেগামাপা’য় তাকে সম্মান দেওয়া না হলেও জাতীয় স্তরে বাজিমাত করছেন কাবো।
সদ্য এই মঞ্চে হিন্দি জনপ্রিয় গান ‘আপনা বানালে’-তে ফাটিয়ে গাইলেন কাবো। তার গান শুনে দাঁড়িয়ে হতবাক বিচারকরা। হিমেশ রেশামিয়া সহ সকল বিচারক দাঁড়িয়ে পড়েন। তার মুগ্ধ হয়ে আসন ছেড়ে স্টেজে চলে আসেন অনু মালিক। বলাই বাহুল্য, বিজেতার দৌড়ে ইতিমধ্যে নাম লিখিয়ে ফেলেছেন অ্যালবার্ট।