কথায় আছে, ‘সঠিক রত্নবীদরাই চেনেন আসল হিরের মূল্য’। আর এই কথা আমরা বলছি না, বলছেন খোদ দর্শকেরা। কাকে নিয়ে জানেন? আসুন একটু খোলসা করে বলা যাক।
মনে পড়ে বাংলার ‘সারেগামাপা’ প্রতিযোগী অ্যালবার্ট কাবো। যার সুরেলা কণ্ঠে মুগ্ধ ছিল গোটা বাংলা। দর্শকের চোখে তিনি বিজয়ী হয়ে উঠেছিলেন অনেক আগেই। কিন্তু ফাইনাল রাউন্ডে গিয়ে তার সেই স্বপ্ন অধরা থেকে যায়। কারণ বাংলার মঞ্চের সেই ট্রফি ছিনিয়ে নিয়েছিল পদ্মপলাশ। ভেঙে গিয়েছেন হাজার হাজার দর্শকের মন।
নেটিজেনরা আঙুল তুলেছিল শোয়ের বিচারকদের উপর। দর্শকদের মতে, ফাইনাল সঠিক বিচার হয়নি কোনও কারসাজি ছিল, এমনটাই দাবি জানিয়েছিলেন তারা। সেদিন অ্যালবার্ট কাবোর পাশে দাঁড়িয়ে আওয়াজ উঠিয়েছিলেন সকলে। যদিও গায়ক কাবো মাথা পেতে এই হার মেনে নিয়েছিলেন। তার কাছে দর্শকের ভালবাসাটাই যথেষ্ট ছিল।
তবে এবার কাবোর স্বপ্ন পূরণ হল। জাতীয় স্তরের মঞ্চে সকলকে পিছনে ফেলে জিত হল তার। হিন্দি ‘সারেগামাপা’র ফাইনালে বিজয়ী হলেন অ্যালবার্ট কাবো। স্বাভাবিকভাবে খুশিতে আবেগপ্রবণ কাবো। অবশেষে যোগ্য সম্মান পেলেন এই গায়ক, যা দেখে মনে শান্তি পেলেন তার ভক্তরা।
জাতীয় স্তরের এক সাক্ষাৎকারে কাবো জানিয়েছে, “দারুণ খুশি তিনি। মেয়ে এবং স্ত্রীর জন্যই এই মঞ্চে আসা তার। এটা তার স্বপ্ন ছিল, আর সেটা অবশেষে পূরণ হয়েছে।” শোনা যাচ্ছে বিজয়ী হওয়ার পাশাপাশি বলিউডে মিউজিক ভিডিওর অফার এসেছে তার কাছে।