হলিউডের মার্ভেল সিরিজে অভিনয় করতে চান ‘আলতা ফড়িং’ খ্যাত খেয়ালী মন্ডল

খেয়ালী মন্ডল

এই মুহূর্তে ছোটপর্দায় জনপ্রিয় মুখ খেয়ালী মন্ডল। যাকে আপনারা স্টার জলসার ‘আলতা ফড়িং’ ধারাবাহিকে অভিনয় করতে দেখছেন। ছোটপর্দার ফড়িং ওরফে খেয়ালী ইন্ডাস্ট্রিতে নতুন মুখ। তবে এর আগে তাকে কালার্স বাংলায় মৌয়ের বাড়ি ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। পার্শ্ব চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়ে। তারপরই মুখ্য চরিত্রে সুযোগ পান এই অভিনেত্রী।

খেয়ালী মন্ডল

খুব অল্প সময়ের মধ্যেই তার অভিনয় দর্শকের মন জয় করে নিয়েছে। অভিনেত্রী খেয়ালী মন্ডলের বয়স মাত্র ২০, এত ছোট বয়সে তার প্রতিভা দেখলে সত্যিই অবাক হতে হয়। শুধু অভিনয় নয় তিনি প্রশিক্ষণপ্রাপ্ত একজন নৃত্যশিল্পী ও জিমনাস্টিক। হিপহপ, ব‍্যালের মতো নাচও জানেন। শুধু তাই নয় গান, আঁকাতেও পারদর্শী। এমনকি ২০২০ সালে ‘কলা উৎসব’-এ জাতীয় পুরস্কার পেয়েছেন এই কন্যা। 

খেয়ালী মন্ডল

তবে জানেন কি, খেয়ালী কখনো অভিনয় জগতে আসতে চায়নি বরং চেয়েছিলেন একজন বড় নৃত্যশিল্পী হতে। জিমন্যাস্টিকের সূত্র ধরেই ভাগ্যক্রমে অভিনয় জগতে আসা। বাংলা সিরিয়ালে অভিনয় করলেও তার স্বপ্ন হলিউডের মার্ভেল সিরিজ। হ্যাঁ, মার্ভেল সিরিজ আর কোরিয়ান ছবিতে অভিনয় করতে চান এই অভিনেত্রী। কোরিয়ান ভাষাও শিখেছেন ছোটপর্দার ফড়িং। এক সংবাদমাধ্যমের কাছে ‘আলতা ফড়িং’ ধারাবাহিকে নায়িকা জানিয়েছিলেন, কখনো মার্ভেলে সিরিজে অভিনয়ের সুযোগ পেলে নিজেকে সেভাবে তৈরি করে নেবেন।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here