
ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী অলকানন্দা গুহ। যাকে দর্শক ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিকে ‘তৃপ্তি’ চরিত্রে অভিনয় করতে দেখেছে। এর আগেও ‘বধুয়া’ এবং ‘চিনি’ ধারাবাহিকে অভিনয় করেও দর্শকমনে জায়গা করে নিয়েছেন অলকানন্দা।
এবার সিরিয়াল ছেড়ে নতুন যাত্রায় পা রাখতে চলেছেন অলকানন্দা। অভিনেত্রী থেকে এবার প্রযোজকের দায়িত্বে অলকানন্দা গুহ। প্রথমবার অভিনয়ের পাশাপাশি প্রযোজনার দায়িত্ব সামলেছেন অভিনেত্রী।
সম্প্রতি ৯টি এপিসোডের একটি মাইক্রো সিরিজের শুটিং সেরেছেন অভিনেত্রী ও গোটা টিম। মূলত ভূতের গল্পের উপর ভিত্তি করে তৈরি এই মাইক্রো সিরিজটির শুটিং হয়েছে ইটাচুনা রাজবাড়িতে।
তবে অলকানন্দা একা নন, সিরিজটি পরিচালনা করছেন অলকানন্দার স্বামী টলিউডের পরিচিত পরিচালক মনোজিত মজুমদার। সহ প্রযোজনায় রয়েছেন শুভদীপ গুহ। ছোটপর্দার পর এবার বড়পর্দাতেও নাম লিখিয়েছেন অভিনেত্রী। এই মুহূর্তে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অলকানন্দা।