গ্ল্যামার জগত মানে অনেকেই ভাবেন নিশ্চয়তা। অভিনয় জীবনে পা রাখতে পারলেই ভবিষ্যৎ উজ্জ্বল। এই চিত্রটা এখন বদলেছে। অভিনয় জীবনে পা রাখার আগে ভাবতে হচ্ছে নতুনদের। কারণ এখন বিনোদন দুনিয়া পুরোটাই অনিশ্চয়তা। সেটা বড়পর্দা হোক বা ছোটপর্দা।
আজকাল ছোটপর্দায় ধারাবাহিকের আয়ু খুবই কম। টিআরপি একটু কম হলেই টিআরপি বন্ধ। এমনকি মাত্র ১ মাসেও ধারাবাহিক বন্ধ করে দিচ্ছে চ্যানেল। শোনা যাচ্ছে নিম ফুলের মধু বন্ধ হয়ে যাবে। যদিও সেই ধারাবাহিকের যাত্রা দীর্ঘ ছিল। এসবের মাঝেও ঝাঁপ বন্ধ হতে চলেছে আরও এক মেগার।
একদিকে যেমন পর্দায় আসছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। ঠিক তেমনি বিদায় নিচ্ছে চলতি মেগাগুলো। টিআরপি না পেলেই পুরনোকে সরিয়ে আনা হচ্ছে নতুন মেগা।
গত নভেম্বর মাসেই শুরু হয়েছিল আকাশ আট চ্যানেলের ‘অনুপমার প্রেম’ সিরিয়ালটি। ধারাবাহিকের নাম ভূমিকায় রয়েছেন আর্য দাশগুপ্ত এবং অভিনেত্রী বিয়াস ধর। সাহিত্যের সেরা সময়ের একটি নতুন পার্ট ছিল এটি। তবে এবার বন্ধ হতে চলেছে এই অংশ।
এই ফেব্রুয়ারি মাসেই শেষ হবে ‘অনুপমার প্রেম’ সিরিয়ালটি। কারণ তার জায়গায় আনা হচ্ছে নতুন কোনও অধ্যায় । সাহিত্যের সেরা সময়ের ধারাবাহিকগুলির এক একটি গল্প স্বল্প সময়ের জন্যই সম্প্রচার হয়ে থাকে পর্দায়।