নির্ধারিত সময় মতো প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের TRP। চলতি সপ্তাহে টিআরপির তালিকায় সব ওলট পালট। বাংলার শীর্ষস্থান ধরে রাখল জি-বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিক। তবে এক ধাক্কায় নম্বর কমে গেল পরিণীতা ধারাবাহিকের।
পরিণীতা ধারাবাহিককে হারিয়ে টিআরপির দ্বিতীয় স্থান দখল করল স্টার জলসার নতুন ধারাবাহিক আজকের নায়ক পরশুরাম। তৃণা সাহার অভিনীত ধারাবাহিক ফের টক্কর দিচ্ছে সকলকে। চলতি সপ্তাহে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন দিতিপ্রিয়া রায়ের চিরদিনিই তুমি যে আমার।
৭.১ নম্বর পেয়ে বাংলার প্রথম স্থান রয়েছে জগদ্ধাত্রী ধারাবাহিক। ৬.১ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে জায়গা দখল করল ফুলকি এবং পরশুরাম। ৬.০ রেটিং নিয়ে তৃতীয় স্থান দখল পরিণীতার এবং ৫.৬ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে রাঙামতি ধারাবাহিক এবং ৫.৪ রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক।
প্রথম – জগদ্ধাত্রী (৭.১)
দ্বিতীয় – ফুলকি, পরশুরাম (৬.১)
তৃতীয় – পরিণীতা (৬.০)
চতুর্থ – রাঙামতি (৫.৬)
পঞ্চম – চিরদিনই তুমি যে আমার (৫.৪)
ষষ্ঠ – কথা (৫.১)
সপ্তম – গৃহপ্রবেশ (৫.০)
অষ্টম – গীতা LLB । চিরসখা । অনুরাগের ছোঁয়া + রোশনাই(15min) (৪.৬)
নবম – কোন গোপনে মন ভেসেছে (৪.৫)
দশম – মিত্তির বাড়ি (৩.৭)