বলিউডে বহুদিন ধরেই অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যা রায়ের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন ছিল। শোনা গিয়েছিল বচ্চন পরিবার থেকে মেয়েকে নিয়ে আলাদাও হয়ে যান ঐশ্বর্যা। তবে বহুদিন পর সেই গুঞ্জন উড়িয়ে তাদের আবার একসাথে দেখে অবাক হয়েছিলেন নেটিজেন।
তাহলে কি মেয়ে আরাধ্যার জন্যই আবার এক হয়েছেন ঐশ্বর্যা-অভিষেক? যাই হোক না কেন, তাদের একসঙ্গে দেখে আবার খুশি হয়েছেন তাদের ভক্তরা। এবার আবারও তিনজনের একটি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ভিডিও দেখে মুগ্ধ চোখ জুড়চ্ছেন নেটিজেনরা। কি দেখা যাচ্ছে এই ভিডিওতে? ভিডিওতে দেখা যাচ্ছে ঐশ্বর্যর ভাইয়ের বিয়েতে হাজির ছিলেন অভিষেক বচ্চনও। শুধু হাজিরই নন, মঞ্চে ঐশ্বর্যা-অভিষেককে তাদের ২০ বছর আগের ‘বান্টি অউর বাবলি’ ছবির ‘কাজরা রে’ গানে জমিয়ে একসঙ্গে নাচলেন।
বাবা আর মাকে একসাথে নাচতে দেখে বেজায় খুশি হয়েছেন তাদের মেয়ে আরাধ্যা বচ্চন। সেই খুশি তার চোখ মুখে স্পষ্ট। সেও তার বাবা-মায়ের সাথে ‘কাজরা রে’ গানে পা মেলায়।
এই ভিডিও ভাইরাল হতেই নস্টালজিয়ায় ভাসলেন অনুরাগীরা। নেটিজেনরা জানাচ্ছেন, ঠিক যেন ২০ বছর আগের সেই ঐশ্বর্যা-অভিষেককে দেখছেন তারা।
View this post on Instagram