দ্বিতীয়বার ক্যান্সারে আক্রান্ত ঐন্দ্রিলা শর্মা, মাথার চুল কেটে পাশে থাকার বার্তা দিলেন বান্ধবী পারমিতা

ঐন্দ্রিলা শর্মা

দ্বিতীয়বার ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা । বর্তমানে কেমোথেরাপির জন্য দিল্লিতে রয়েছেন। প্রথমবার তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ২০১৫ সালে মাত্র ১৭ বছর। ক্যান্সার জয় করে ফিরে সুন্দর জীবনযাপন করছিলেন জীয়নকাঠি খ্যাত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।

তবে আবার এইবছর সরস্বতী পূজার দিন কাঁধে প্রচন্ড যন্ত্রণা শুরু হয়। ভর্তি হন দিল্লির এক বেসরকারি হাসপাতালে। টেস্ট করে ধরা পড়ে অভিনেত্রীর ডান দিকের ফুসফুসে রয়েছে একটি টিউমার অর্থাৎ আবারও ক্যান্সারে আক্রান্ত ঐন্দ্রিলা শর্মা ।

কিছুদিন আগে হাসপাতালের বেডে শুয়ে কেঁদে ফেলেছিলেন অভিনেত্রী এবং দর্শকদের তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করতে অনুরোধ করেন।

কথায় বলে নারীর সৌন্দর্য চুলে। তবে কেমোথেরাপিতে মাথার সব চুল উঠে যায় ঐন্দ্রিলার। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “চুলেই নারীর সৌন্দর্য আর নয়”

জীয়নকাঠির অভিনেত্রী ঐন্দ্রিলার সুস্থ কামনা করছেন গোটা টলিউড। তাকে সাপোর্ট করতে পাশে এসে দাঁড়ান ঐন্দ্রিলা ভালোবাসার মানুষ বামাক্ষ্যাপা অভিনেতা সব্যসাচী চৌধুরী। দ্বিতীয়বার ক্যান্সার আক্রান্তের পর সব্যসাচী ছুটে গিয়েছিল দিল্লি হাসপাতালে এবং ঐন্দ্রিলাকে ভরসা দেয়।

তবে অবাক করেছে ঐন্দ্রিলা শর্মার বান্ধবী পারমিতা সেনগুপ্ত। সত্যি আজও পৃথিবীতে এরকম মানুষ রয়েছেন। ক্যান্সার আক্রান্ত বান্ধবীকে সাপোর্ট করার জন্য নিজের সব চুল কেটে ফেলেন পারমিতা সেনগুপ্ত। ঐন্দ্রিলা সেই ছবিও পোস্ট করে লিখেছেন,  “কিছু বন্ধুত্ব এরকমও হয়”।

অভিনেত্রী  ঐন্দ্রিলা শর্মা জানান, “আমি গত দেড় বছর ধরে পারমিতাকে জানি এবং সে যা করেছে তা আমাকে সত্যিই অভিভূত করেছিল। শুটিং চলাকালীন আমাদের ভালো বন্ড হয়। আমাদের সবার উচিত আমাদের জীবনে এই জাতীয় বন্ধু থাকা। আমি সত্যিই ধন্য হয়েছি”।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here