ঐন্দ্রিলা আর নেই সব শেষ! ঐন্দ্রিলার মরণোত্তর পুরস্কার নিয়ে কি বললেন সব্যসাচী?

সব্যসাচী

গত বছরের ২০ নভেম্বর টেলিভিশন ইন্ডাস্ট্রির জন্য ছিল সবচেয়ে অন্ধাকার দিন। এই দিন আমরা হারিয়েছি একজন ফাইটারকে। অভিনেত্রীর ঐন্দ্রিলা শর্মার আকস্মিক মৃত্যু আজও আমাদের নাড়িয়ে দিয়ে যায়।

দু’দুবার ক্যান্সারের সঙ্গে যেভাব সাহস যুদ্ধ করে গিয়েছে তা সত্যিই বিস্ময়কর। কিন্তু ভাগ্যের উপর তো কারো হাত নেই। হাজারো স্বপ্ন অধারা রেখেই জীবন যুদ্ধের কাছে হার মানতে হয়েছিল এই ফাইটার নারীকে। তার জীবন যুদ্ধের গল্প কোনও সিনেমাকেও হার মানিয়ে দেবে।

সম্প্রতি অনুষ্ঠিত হয়েছিল টেলি একাডেমী অ্যাওয়ার্ড। এদিন ছোটপর্দার শিল্পীদের পাশাপাশি আজীবন এবং মরণোত্তর স্বীকৃতি দেওয়া হয়েছিল। আর সেই তালিকায় নাম ছিল প্রায়ত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। এদিন মেয়ের জন্য সম্মান নিতে সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রীর বাবা-মা।

ঐন্দ্রিলার মরণোত্তর পুরস্কার নিয়ে এই সময় ডিজিটালে কাছে অভিনেতা  সব্যসাচী বলেন, “২৫ বছর হওয়ার আগেই চলে গেল। সেই সময়ের মধ্যেও যে কাজ করেছে তাতে মানুষ ওকে মনে রেখেছে। এটাই বড় প্রাপ্তি। আজ ওর মা-বাবা এসেছেন। তাঁদের জন্য এই মুহূর্তটা যতটা গর্বের, ঠিক ততটাই কষ্টের।”

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here