চলন্ত ট্রেনেই সহযাত্রীকে জাঁকজমক ভাবে আইবুড়ো ভাত খাওয়ালেন যাত্রীরা, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা

আইবুড়ো ভাত

সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকাল বহু ভিডিও ভাইরাল হয়। কিছু ভিডিও মন ছুঁয়ে যায় নেটবাসীদের। সম্প্রতি ঠিক তেমনি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরেছে যা নেটিজেনদের মন ছুঁয়ে গেছে। কি রয়েছে সেই ভিডিওতে।

ভিডিওতে দেখা যাচ্ছে বনগাঁ লোকালে হবু বরের জন্য সাজানো হল আইবুড়ো ভাত। সহযাত্রীকে সারপ্রাইজ দিতেই লোকাল ট্রেনে যাত্রীদের এই প্রয়াস। পাত্রের নাম শুভেন্দু চক্রবর্তী। বনগাঁর নতুনগ্রামের বাসিন্দা। প্রায় পাঁচ বছর ধরে এই ট্রেনে যাত্রা করছেন তিনি। সামনের জানুয়ারিতেই তিনি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। কাঁচরাপাড়া নিবাসী পাত্রীর সঙ্গেই তার বিয়ে।

৮ টা ৮-এর বনগাঁ শিয়ালদহ লোকাল ট্রেনে করেই এই গ্রুপ যাতায়াত করে। চলে ইয়ার্কি গল্প আড্ডা। এইভাবেই সহযাত্রীরা নাকি বন্ধু হয়ে উঠেছে। আর বন্ধুর জন্যই সাজিয়ে ফেলা হয়েছিল গোটা ট্রেনের কামরা। পঞ্চ ব্যঞ্জন রেঁধে সাজানো হয় আইবুড়ো ভাতের থালা। শুভেন্দু ট্রেনে উঠতেই উল্লাসে আনন্দে মেতে ওঠেন সহযাত্রীরা। যা দেখে নিজেও চমকে যান হবু বর মশাই।

এমনকি পোশাক চেঞ্জ করে পাঞ্জাবী পরানো হয়। মাথায় টোপর দেওয়া হয়। ট্রেনের সিটে বসেই আইবুড়ো ভাট খান তিনি। চলন্ত ট্রেনের আইবুড়ো ভাত খাওয়ার ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।