মেয়ের বয়স একমাস পেরোতে না পেরোতেই খুদে একরত্তির নাম জানালেন অহনা

অহনা দত্ত

 সদ্যই মা হয়েছেন ছোটপর্দার ‘মিশকা’ ওরফে অভিনেত্রী অহনা দত্ত। আপাতত মেয়ে কে নিয়ে দিন কাটছে অভিনেত্রীর। মেয়ের বয়স একমাসও পেরোয়নি। মেয়েকে নিয়ে যাবতীয় খুঁটিনাটি মাঝেমধ্যেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেন অভিনেত্রী। এবার প্রকাশ্যে আনলেন মেয়ের নাম।

সম্প্রতি সমাজমাধ্যমে স্বামী দীপঙ্করকে পাশে নিয়ে বসে থাকতে দেখা গেল অহনাকে। অভিনেত্রীর কোলে শুয়ে একরত্তি। এখনও পর্যন্ত মেয়ের মুখ প্রকাশ্যে না আনলেও মেয়ের নাম প্রকাশ্যে জানালেন অভিনেত্রী। অহনা জানান মেয়ের নাম রেখেছেন ‘মীরা’।

নিজের মায়ের সঙ্গে বনিবনা না হলেও প্রয়াত শাশুড়ির সঙ্গে গত কয়েক বছরে মা-মেয়ের সম্পর্ক গড়ে উঠেছিল অহনার। আর তাই ছোট্ট খুদের মধ্যেই তাঁকে বাঁচিয়ে রাখতে চান অভিনেত্রী। তাই শাশুড়ির নামেই মেয়ের নামকরণ করলেন অহনা।

পোস্টে অহনা লেখেন, ‘সংস্কৃতে মীরা শব্দের অর্থ সমুদ্র, সমৃদ্ধি অথবা শান্তি। তুমি আমাদের ভালোবাসার সমুদ্র, আমাদের সবচেয়ে সেরা আনন্দের ঠিকানা। তোমার আগমনে আমাদের জীবন সমৃদ্ধ হয়েছে এবং শান্তিতে ভরে গিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তোমার নাম রাখা হয়েছে তোমার ঠাকুমা মীরা রায়ের নামানুসারে, যে তোমার বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসত। আমাদের বিশ্বাস তোমার মধ্যে উনি বেঁচে আছেন, আর তোমাকে সবচেয়ে শক্তিশালী করে তুলবেন।’