প্রথমবার মেয়ের মুখ সামনে আনলেন অহনা, কার মতো দেখতে হয়েছে ছোট্ট মীরাকে?

মীরা

অবশেষে অনুরাগীদের ইচ্ছাপূরণ করল ছোটপর্দার ‘মিশকা’ ওরফে অহনা দত্ত। গত কয়েক মাস ধরে মেয়ের সঙ্গে নানা ছবি, ভিডিও ভাগ করলেও এতদিন পর্যন্ত প্রকাশ্যে আনেননি একরত্তির মুখ। সাধ করে অহনা- দীপঙ্কর মেয়ের নাম রেখেছেন মীরা।

একরত্তি মীরাকে দেখার জন্য এর আগে বহুবার অনুরোধ করেছেন অহনার অনুরাগীরা। মেয়ের বয়স সাড়ে তিনমাস হতেই অনুরাগীদের ইচ্ছা পূরণ করলেন অভিনেত্রী। তবে কার মত দেখতে হল ছোট্ট মীরাকে। মীরাকে দেখে নেটিজেনরা বলছেন,পুরো অহনার মতোই দেখতে হয়েছে একরত্তিকে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সমাজমাধ্যমে প্রকাশ্যে মা ও মেয়ের ছবি। মেয়েকে কোলে নিয়ে আদর করছেন অহনা। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘সবচেয়ে সুন্দরী মেয়ে।’ অন্যদিকে দীপঙ্করের শেয়ার করা ছবিতে উঠে এসেছে ছোট্ট মীরার ঝলক। মেয়ের গালে গাল ঠেকিয়ে ছবিটি তুলেছেন অহনা। পরের ছবিতে মায়ের বুকে মুখ বুজে ঘুমোচ্ছে মীরা। অহনারও চোখ বন্ধ। আর বউয়ের কপালে চুম্বন দীপঙ্করের।

মীরা

 

View this post on Instagram

 

A post shared by Dipankar Ray (@dipankar.ray.3954)