২৮ জুলাই, সোমবার ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী অহনা দত্ত। ডেলিভারি ডেট আগস্টে থাকলেও, কয়েকসপ্তাহ আগেই ভূমিষ্ঠ হয়েছে অহনা ও দীপঙ্করের প্রথম সন্তান। মেয়ে হওয়ার আনন্দে সোমবার সকলকে সুখবর জানাতে অহনা পোস্টে লেখেন, ‘এসো মা লক্ষ্মী, বসো ঘরে। নতুন চরিত্রে আমরা মা ও বাবা।’
সন্তান জন্মের একদিন হতে না হতেই সদ্যোজাত কন্যা সন্তানকে দেখালেন অহনা। খুব সম্ভবত ওটি-তেই নেওয়া হয়েছে ছবিটি। মেয়েকে বুকের কাছে আদরে আগলে মা অহনা। যদিও সদ্যোজাত সন্তানের মুখটা একটি রেড হার্ট ইমোজি দিয়ে ঢেকে রেখেছেন।
মেয়ের সঙ্গে দুটো ছবি শেয়ার করে অহনা লিখলেন, ‘আশীর্বাদ করবেন সবাই’। এর আগে সোমবার রাতেই অহনা একটি ভিডিয়ো শেয়ার করেন। যেখানে হাসপাতালের বিছানায় শুয়ে অহনাকে বলতে শোনা গেল, ‘তোমরা এত প্রার্থনা করেছ আমাদের বেবির জন্য, সব ঠিক আছে। আমরা সুস্থ আছি। খুব স্মুদলি সবকিছু হয়েছে। সবকিছু তোমাদের বলব, সবকিছু তোমাদের দেখাব।’