বড় কোম্পানির চাকরি ছেড়ে অভিনয়! বাবা টেলিভিশনের জনপ্রিয় মুখ হওয়া সত্ত্বেও নিজের যোগ্যতায় নিজের জায়গা তৈরি করেছেন ‘জগদ্ধাত্রী’ খ্যাত উৎসব ওরফে অভিনেতা অর্ক চক্রবর্তী

অভিনেতা অর্ক চক্রবর্তী

জি-বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের হাত ধরেই দর্শকমহলে পরিচিতি লাভ করেছেন অভিনেতা অর্ক চক্রবর্তী। যিনি ধারাবাহিকে উৎসব চরিত্রে অভিনয় করছেন। এই ধারাবাহিকে প্রথমে নায়িকার সাথে প্রেম করলেও পরবর্তীকালে নায়িকার বোনের সাথে বিয়ে হয়।

জগদ্ধাত্রী ধারাবাহিকে উৎসব চরিত্রটি নেগেটিভ চরিত্র। যিনি অসাধু চক্রের সঙ্গে জড়িত ছিলেন। এই চরিত্রে হাত ধরে পর্দায় ব্যাপক জনপ্রিয়তা পায়। খুব কম সময়ের মধ্যে পরিচিতি লাভ করেছেন অর্ক। তবে এই সফলতা পেতে তাকে অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে।

এক সাক্ষাৎকারে উৎসব থুড়ি অর্ক জানিয়েছিলেন, তার বাবা টেলিভিশন জগতের একজন পরিচিত লেখক। অনেকেই তাকে বলেছিল খুব সহজেই সে ইন্ডাস্ট্রিতে জায়গা পেয়ে যাবে বাবার জন্য। কিন্তু সেটা হয়নি। বরং অনেক স্ট্রাগল করে নিজের জায়গা তৈরি করেছেন অর্ক। একটা বড় কোম্পানিতে চাকরি ছেড়ে নিজের স্বপ্ন পূরণ করতে অভিনয় জগতে পা রেখেছিলেন এই অভিনেতা