অবাক কান্ড! জি-বাংলার পর এবার স্টার জলসায় আসছে ‘নাটোরের রানি ভবানী’, প্রকাশ্যে প্রোমো

নাটোরের রানি ভবানী

গতকাল জি-বাংলায় রানী ভবানীর নতুন ধারাবাহিকের প্রোমো প্রকাশ পেয়েছে। আর তার ২৪ ঘণ্টার মধ্যে একই ধারাবাহিক নিয়ে এলো স্টার জলসা। নাম ‘নাটোরের রানি ভবানী’। যা নিয়ে খিল্লি ওড়াচ্ছেন দর্শক।

দুই প্রধান চ্যানেলে একই ধারাবাহিক দেখে সকলেই অবাক হচ্ছেন। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘নাটোরের রানি ভবানী’র প্রোমোতে দেখা গেল ভবানীর নামে জয়ধ্বনি চলছে। আর ভয়েস অভারে শোনা গেল মা ভবানীর আশীর্বাদে এক সাধারণ মেয়ের দুঃসাহসিক যাত্রার গল্প। সে আর কেউ নয়, রাজ রাজেশ্বরী রানি ভবানী

বহু বছর আগে কাদম্বিনীকে নিয়ে একই জিনিস ঘটেছিল। কাদম্বিনীকে নিয়ে দুই চ্যানেলে শুরু হয়েছিল গল্প। আবার সেই একই ঘটনাকে কেন্দ্র করে দর্শকরা স্টার জলসাকে কটাক্ষ শুরু করেন।