রুক্মিণী মৈত্র, টলিউড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় নায়িকাদের তালিকায় থাকা অন্যতম একজন অভিনেত্রী। এর আগে একাধিক ছিবিতে অভিনয় কত্রে দর্শকের মন জিতেছেন অভিনেত্রী।
সম্প্রতি অভিনেত্রীর টুপিতে জুড়ল নয়া পালক, দর্শকদের মন জয়ের পর এবার বিশেষ তকমা ছিনিয়ে নিল বড়পর্দার ‘বিনোদিনী’। ইতিমধ্যেই পর্দায় সাড়া ফেলেছে ‘বিনোদিনী – একটি নটীর উপাখ্যান’। সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ফ্লোরিডায় তিনটি পুরস্কার পেয়েছে এই বাংলা ছবিটি।
এবার ‘অডিয়েন্স চয়েজ় অ্যাওয়ার্ড’-এর পাশাপাশি ছবিটির জন্য ‘সেরা অভিনেত্রী’র পুরস্কার পেলেন রুক্মিণী মৈত্র। পাশাপাশি ‘বেস্ট ডিরেক্টর’-র খেতাব পেলেন রামকমল মুখোপাধ্যায়।
পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে পরিচালক রামকমল জানিয়েছেন,‘দর্শকদের ভালোবাসার পরে আন্তর্জাতিক স্তরে সম্মান পেল ছবিটা। রুক্মিণী ও গোটা ইউনিটের সবার কঠোর পরিশ্রম ছিল। রিঅ্যাকশনগুলো পেয়ে মনে হয়েছে যাবতীয় কষ্ট সার্থক। ফ্লোরিডায় হাউজ়ফুল শো ও তার পরে তিনটে অ্যাওয়ার্ড পাব, এটা ভাবতেই পারিনি।’
‘বিনোদিনী’র পর রামকমলের পরের বাংলা ছবি ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ খুব শীঘ্রই আসছে পর্দায়। বিনোদিনী’র থেকে একেবারে ভিন্ন মেজাজের এই ছবি পর্দায় কতটা সাড়া ফেলতে পারে তারই অপেক্ষা।