সারেগামাপা জেতার পর এবার ডান্স বাংলা ডান্সে অতনু

অতনু

সারেগামাপা হাত ধরেই জনপ্রিয়তা পেয়েছে অতনু-অঙ্কনা-সৃজিতা-আরাত্রিকারা। এই শোয়ের গ্র্যান্ড ফিনালে জয়ী হয় অতনু মিশ্র। সারেগামাপা শেষ হয়েছে বেশ কিছুদিন হল তার মধ্যে জি-বাংলার ডান্স বাংলা ডান্সের মঞ্চে তাকে দেখে প্রথমে অবাক হয়ে যায় নেটিজেনরা।

তাহলে কি এবার সারেগামাপার পর ডান্স বাংলা ডান্স এর মঞ্চে অতনু। প্রথমে তেমনটা মনে হলেও অতনুর পোস্ট দেখে পুরো বিষটা পরিষ্কার হয়।

অতনুর পোস্ট করা ছবিতে দেখা যায়, মিঠুন চক্রবর্তীকে ঘিরে রয়েছে অতনু-সৃজিতারা। সেই ছবি শেয়ার করে অতনু ক্যাপশনে লেখে, ‘Zee Bangla তে Dance Bangla dance শুরু হয়ে গেছে। দারুণ সব পারফরমেন্স দেখছি,আর সাথে মহা গুরুর মূল্যবান মতামত শুনতে পাচ্ছি। গতকাল আমরা DRR studio তে গেছিলাম একটি বিশেষ কারণে। সেখানে গিয়ে আমরা দেখা পেলাম মহাগুরুর। শুধু দেখা হলেই তো হবে না সাথে উপরি পাওনা হিসেবে ফ্রেম বন্দী হলাম সকলে মিলে মিঠুন চক্রবর্তী স্যার এর সাথে। সেই সোনালী মুহূর্ত আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিলাম। কেমন লাগছে আমাদের?’