উচ্ছেবাবু সন্দেশ-মোমো-ফুচকার পর খোদ কলকাতায় বিক্রি হচ্ছে ‘সিধাই’ চকলেট

সিধাই

মোট ৫২ সপ্তাহ টপার হয়ে বাংলা সিরিয়ালের ইতিহাসে রেকর্ড করল জি-বাংলার ‘মিঠাই’। পুরনো হলেও ধারাবাহিকের জনপ্রিয়তা কিন্তু একটু কমেনি। আসলে মিঠাই ধারাবাহিকটি বাংলার এমন একটি ধারাবাহিক যেখানে রয়েছে শুধু একান্নবর্তী পরিবারের হাসি-মজার মেল বন্ধন। ধারাবাহিক শুরু থেকেই সুপারহিট। এমনকি ভবিষ্যতে যত ধারাবাহিক আসুক না কেন মিঠাইয়ের রেকর্ড ভাঙা মুশকিল। বাংলা ধারাবাহিকের ইতিহাসে ইতিমধ্যেই এই ধারাবাহিকটি মাইলস্টোন রচনা করেছে।

মিঠাই এর তৈরি করা ‘লেমন চিকেন’ হোক বা ‘উচ্ছেবাবু সন্দেশ’ হোক, এপার বাংলা থেকে ওপার বাংলায় জনপ্রিয়। এমনকি বাজারেও চলে এসেছে মিঠাইয়ের তৈরি এই জিনিস। এখন বেশ কিছু দোকানে উচ্ছেবাবু সন্দেশ বিক্রি হচ্ছে। আবার সবুজ ফুচকা, সবুজ মোমো যা মিঠাই ভক্তদের কাছে উচ্ছেবাবু মোমো-ফুচকা বলেই পরিচিত।

'সিধাই' চকলেট

তবে এবার খোদ কলকাতাতে পাওয়া যাচ্ছে ‘সিধাই’ চকলেট। ‘মিঠাই’ ধারাবাহিকের কোনও এক অনুরাগী এই চকলেট ফেসবুকে পোস্ট করেন। আর তারপর থেকেই ভাইরাল। চকলেটে মিঠাই আর সিদ্ধার্থ ছবি দিয়ে লেখা ‘তুমি আর তো কারও নয় শুধু আমার”। ভাবচ্ছেন তো এটা কোথায় পাওয়া যাবে? এটা শুধু আপনার নয় সকল মিঠাই ভক্তদের প্রশ্ন। আসলে বলে রাখি এটা একটা কাস্টমাইজড চকলেট। যেকোনো কেক, চকলেট বিক্রেতা, যারা এইধরনের কাস্টমাইজড জিনিস বানায় তাদের কাছে গিয়ে বানিয়ে নিন ‘সিধাই’ চকলেট।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here