টলিউড অর্থাৎ তেলুগু ইন্ডাস্ট্রি খুশির হাওয়া। বাবা-মা হলেন জনপ্রিয় তারকা দম্পতি বরুণ তেজ ও লাবণ্য ত্রিপাঠী। নিজেরাই সোশ্যাল মিডিয়ায় দুই থেকে তিন হওয়ার সুখবর ভাগ করে নিয়েছেন।
পুত্র সন্তানের মা হয়েছেন লাবন্য। কোল জুড়ে এসেছে এক ফুটফুটে রাজপুত্র। যদিও ছেলের ছবি পোস্ট করেননি তারা।
২০২৩ সালের ১লা নভেম্বর ইতালির টাস্কানিতে বিয়ে করেছিলেন বরুণ তেজ ও লাবণ্য ত্রিপাঠী। বিয়ের দুবছরের মাথায় সুখবর দিয়েছিলেন। ২০২৫ সালের মে মাসে প্রেগন্যান্সির খবর প্রকাশ্যে আনেন।
Instagram-এ এই পোস্টটি দেখুন