প্রত্যেক বছর বাড়িতে সাড়ম্বরে ‘লক্ষ্মী পুজো’ সারেন পর্দার ‘লক্ষ্মী কাকিমা’ অপরাজিতা আঢ্য। তবে গত দু’বছর ধরে সাদামাটা ভাবে পুজো সেরেছেন অভিনেত্রী।
গত বছর শ্বশুর মশাইকে হারান এবং করোনার জন্য বড়ো করে পুজোর আয়োজন করতে পারেননি। তবে এবছর জাঁকজমকভাবেই পুজো করতে চান লক্ষ্মী কাকিমা।
এক সংবাদমাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন, “গত বছর শ্বশুর মশাই মারা গিয়েছিলেন এবং তার আগের বছর আমি করোনা আক্রান্ত হয়েছিলাম। তাই এই দু-বছর লক্ষী পূজায় পুরোহিত আসতে পারেননি। নিজেরাই পুজো করেছিলাম। বিগত এই দুই বছর ভোগের ব্যবস্থাও করা যায়নি। দু’বছর আগে যেমন ধুমধাম করে পুজো করতাম এবারেও ঠিক তেমনি করব। খিচুড়ি,লাবড়া, আলুর দাম, লক্ষীর ভোগ সবই থাকবে এবার”।