স্টার জলসার ‘তোমাদের রানী’ ধারাবাহিক দর্শক মনে এক আলাদা জায়গা করে নিয়েছিল। সেইসাথে আজও ‘রানী-দূর্জয়’ জুটিকে পছন্দের তালিকা থেকে বাদ দেননি অনুরাগীরা। রানী চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কারেন অভিনেত্রী অভিকা মালাকার। এই ধারাবাহিকের জনপ্রিয়তায় টলিউড পেরিয়ে বলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী।
এবার ফের ছোটপর্দায় ফিরছেন অভিকা মালাকার। যদিও কোনও নতুন মেগায় দেখা যাবে না তাকে। পুরনো এক ধারাবাহিকের বিশেষ পর্বের অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। আর সেই ধারাবাহিকের প্রযোজনায় রয়েছেন রাজ চক্রবর্তী।
সম্প্রতি নাচে-গানে জমে উঠেছিল স্টার জলসার ‘গৃহ প্রবেশ’ ধারাবাহিকের বিশেষ পর্বের শুটিং। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দেখা যেতে চলেছে অভিকাকে। তবে কোনও চরিত্র নয়, তিনি স্ব-ভূমিকায় থাকবেন এই বিশেষ পর্বে। সেখানে উপস্থিত ছিলেন ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের বিশেষ পর্বের শুটিং। সেখানে এক ঝলক দেখাও গিয়েছে অভিকাকে। বহুদিন পর টলিউডের ছোটপর্দায় রানী কে দেখে উত্তেজিত নেটিজেনরা।