‘তুমি আশে পাশে থাকলে’ ধারাবাহিকের পর ফের পর্দায় জুটি বাঁধতে চলেছেন রোহান-অঙ্গনা

রোহান-অঙ্গনা

স্টার জলসার ‘তুমি আশে পাশে থাকলে’ ধারাবাহিকেই প্রথম জুটি হিসাবে দেখা গিয়েছিল রোহান ভট্টাচার্য ও অঙ্গনা রায় কে। দর্শকদের মনজয় করে নিয়েছিল রোহান-অঙ্গনার জুটি। এই মেগার হাত ধরেই ছোট পর্দায় পা রেখেছিলেন অঙ্গনা। যদিও তার আগে একাধিক সিরিজ ও ছবিতে নায়িকাকে দেখা গিয়েছিল।

রোহান-অঙ্গনার অনস্ক্রিন কেমিস্টি বাস্তবেও গড়িয়ে ছিল। এখন তারা একে অপরের মনের মানুষ। যদিও এই নিয়ে তাদের সেভাবে খোলামেলা কথা বলতে শোনা যায়নি।

অঙ্গনার শারীরিক অসুস্থতার কারণে মাঝ পথে তাকে মেগা থেকে সরে যেতে হয়। তার বদলে আসেন রুকমা রায় ও নবনীতা দাস। আর তারপর থেকেই এই জুটিকে দর্শকরা খুব মিস করেন পর্দায়। এবার ফের একসঙ্গে পর্দায় জুটি বাঁধতে চলেছেন তারা।

তবে কোন ধারাবাহিকে নয়, জি ফাইভের উদ্যোগে আসছে মাইক্রো ড্রামা। রিলের মতো কয়েক মিনিটের মধ্যে এই মাইক্রো ড্রামার এক একটি পর্ব শেষ হয়। আর সে রকমই একটি মাইক্রো ড্রামায় দেখা মিলবে রোহান -অঙ্গনার।

ইতিমধ্যেই হয়ে গিয়েছে সিরিজের শ্যুটিং। আগামী বছর অর্থাৎ ২০২৬-এর শুরুতেই নাকি মুক্তি পাবে এই সিরিজ। তবে এখনও পর্যন্ত সিরিজের নাম ঠিক হয়নি। শোনা যাচ্ছে গল্পটি একটি স্ক্যামকে কেন্দ্র করে। জালিয়াতির সঙ্গে জুড়ে থাকবে অঙ্গনার চরিত্রটি। আর সেই জালিয়াতদের খপ্পরে পড়বেন রোহন।

Previous articleসেরা 50 টি বড়দিনের শুভেচ্ছা 2025 ম্যাসেজ ও ছবি
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।