‘কথা’ ধারাবাহিকের পর ফের নতুন প্রোজেক্টে ছোট্ট ‘মাফিন’ ওরফে শ্রীনিকা ঘোষাল

 শ্রীনিকা ঘোষাল

মাত্র দেড় মাস বয়স থেকে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় শ্রীনিকা ঘোষাল, ওরফে মিছরি। এরপর ধীরে ধীরে বিজ্ঞাপন জগতে নিজের জায়গা করে নেয় এই খুদে। পাশাপাশি বাচ্চাদের পোশাকের ব্র্যান্ডের মডেলিংও করে তিন বছরের ছোট্ট শ্রীনিকা। এরপরেই অভিনয়ে সুযোগ।

সোশ্যাল মিডিয়ায় রাতারাতি জনপ্রিয়তা পেয়ে যায় এই খুদে। মিছরি’র মার একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। যার নাম ‘মিছরি অ্যান্ড মাম্মা’। আর এই চ্যানেলে প্রতিনিয়তি ব্লগে মিছরি সারাদিন কি কি করে তা তুলে ধরা হয় তার পরিবারের তরফ থেকে।

সম্প্রতি কথা ধারাবাহিক শেষ হয়েছে। আর এই ধারাবাহিকেই কথা’র মেয়ে ‘মাফিন’ চরিত্রে অভিনয় করতে দেখা যায় শ্রীনিকাকে। কথা ধারাবাহিকের পর এবার নতুন প্রোজেক্টে শ্রীনিকা।

সম্প্রতি ইউটিউবে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেছে ছোট্ট মিছরি। ছবির নাম ‘মাতৃ’। এই ছবিতে মা কালীরুপে সেজে উঠবে এই খুদে। ছোট্ট কালী লুকে ইতিমধ্যে দর্শকদের নজর কাড়ছে মিছরি। এই ছবিতে শ্রীনিকার পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে আরও এক জনপ্রিয় খুদে ধৃতিস্মান চক্রবর্তী কে।