‘জল থই থই ভালোবাসা’ ধারাবাহিকের পর আবারও ছোটপর্দায় তোতা ওরফে অনুষা বিশ্বনাথন

অনুষা বিশ্বনাথন

‘জল থৈ থৈ ভালবাসা’ ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় জনপ্রিয়তা পেয়েছিল অভিনেত্রী অনুষা বিশ্বনাথন। ছোটপর্দায় তার প্রথম কাজ ছিল। যদিও তিনি অনেক আগে থেকেই ইন্ডাস্ট্রিতে পরিচিত। একাধিক ওয়েব সিরিজে কাজ করেছেন।

‘তোতা’ চরিত্রে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে দর্শকমহলে প্রশংসা পান অনুষা। এরপর তাকে আর ছোটপর্দায় দেখা যায়নি। যদিও বড়পর্দা আর ওয়েব সিরিজে অন্য প্রোজেক্টে কাজ করেছেন।

তবে ‘জল থৈ থৈ ভালবাসা’ ধারাবাহিকের পর আরও একবার ছোটপর্দায় হাজির হলেন অনুষা। না, কোনও নতুন সিরিয়ালে নয়। দিদি নাম্বার ওয়ানে খেলতে আসছেন অভিনেত্রী। মাকে নিয়ে হাজির থাকবেন জি-বাংলার পর্দায়। আগামীকাল অর্থাৎ রবিবার বিশেষ পর্বে সম্প্রচার হবে সেই পর্ব। অনুষা ছাড়াও এদিন থাকবেন স্বীকৃতি মজুমদারও।