
বাংলা টেলিভিশনের এমন কিছু মেগা রয়েছে যা দর্শকের আজীবন মনে থাকবে। যেমন স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিক। ধারাবাহিকের মূল কাহিনী ছিল তিন বোনকে নিয়ে। এই তিন বোনের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী শোলাঙ্কি রায়, অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য আর অভিনেত্রী আনুষ্কা গোস্বামী।
তিন বোনের কাহিনী অল্প সময়ের মধ্যে বাংলা টেলিভিশনে ঝড় তুলেছিল। এই তিন বোনের দুষ্টু মিষ্টি বন্ডি আজও মিস করেন দর্শক। তবে এবার ফের পর্দায় একসঙ্গে অভিনয় করতে করতে চলেছেন আপনাদের সকলের প্রিয় খড়ি আর দ্যুতি অর্থাৎ অভিনেত্রী শোলাঙ্কি রায় এবং অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য।
কি ভাবচ্ছেন নতুন কোনও সিরিয়ালে? আরে না, এখনি সেই সুখবর নেই তবে এবার বড়পর্দায় একসঙ্গে কাজ করবেন ছোটপর্দার খড়ি আর দ্যুতি। পরিচালক সৌম্যজিৎ আদকের আগামী ছবি ‘টেক কেয়ার ভালোবাসা’ ছবিতে দুই বান্ধবীর ভূমিকায় দেখা যাবে শোলাঙ্কি আর শ্রীমা।
গাঁটছড়া’র পর আবার একসঙ্গে কাজ করতে পেরে ভীষণ উৎসাহিত অনস্ক্রিন দুই বোন। দিদি খড়ি থুড়ি শোলাঙ্কির সঙ্গে কিছু মিষ্টি ছবি শেয়ার করে অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য লেখেন, “খড়ি বা দ্যুতি নয় ,এইবার অন্য চরিত্র নিয়ে আপনাদের কাছে আসার পালা। বন্ধুত্ব ও প্রেমের গল্প নিয়ে আমাদের সিনেমা ‘take care ভালোবাসা’। তাদের আবার একসঙ্গে দেখে গাঁটছড়া’র স্মৃতি ভাসলেন তাদের অনুরাগীরা।