অভিনেতা সোমরাজ মাইতি, বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেতা। ‘টেক্কা রাজা বাদশা’, ‘কুঞ্জছায়া’, ‘চিনি’ একের পর এক হিট ধারাবাহিকে অভিনয় করে দর্শকমনে জায়গা করে নিয়েছেন সোমরাজ। মাঝে বেশ কিছু দিনের বিরতি নিয়ে নতুন ভাবে পর্দায় ফিরছেন অভিনেতা সোমরাজ মাইতি। জ়ি বাংলার নতুন ধারাবাহিকে দেখা যাবে তাকে।
ধারাবাহিকের পাশাপাশি নতুন পেশায় পা রাখলেন অভিনেতা। জানা যাচ্ছে নতুন ব্যবসা শুরু করেছেন সোমরাজ। বান্ধবী আয়ুশী তালুকদারের সঙ্গে যৌথভাবে কলকাতার সল্টলেকে একটি জিম সেন্টার খুলেছেন। যার নাম ‘পিলাটিস ট্রাইব’ ( Pilates Tribe)।
১লা জুলাই যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান উদ্বোধন করেছেন তাঁদের এই প্রশিক্ষণ কেন্দ্রের। এছাড়াও সোমরাজের এই নতুন শুরুতে ‘পিলাটিস ট্রাইব’ এ উপস্থিত ছিলেন পার্নো মিত্র থেকে শুরু করে রোহন ভট্টাচার্য, রনিতা দাস সহ আরও অনেকে। আপাতত ব্যবসার কাজের পাশাপাশি শুটিং এর কাজ জোরকদমে চলছে সোমরাজের।
Instagram-এ এই পোস্টটি দেখুন