
স্টার জলসার ‘রাঙামতি তীরন্দাজ’ ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মনিষা মণ্ডল। খুব সম্ভবত এটি ছোটপর্দায় তার প্রথম কাজ। খুব অল্প সময়ের মধ্যে দর্শকের মন জিতেছে।
তবে এবার সিরিয়ালের পর জীবনে নতুন ইনিংস শুরু করলেন এই অভিনেত্রী। ‘রাঙামতি’র পর এবার বড়পর্দায় পা রাখতে চলেছেন মনিষা মণ্ডল।
পরিচালক মৈনাক পাল-এর দ্বিতীয় ফিচার ফিল্ম ‘অজান্তে’। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। আর এই ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে। এই প্রথম ছবিতে কাজ করতে চলেছেন ছোটপর্দার এই নায়িকা।