বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী মানালি দে। যাকে ছোটপর্দায় শেষবারের মতো দেখা গিয়েছিল দুগ্গামণি ও বাঘ মামা ধারাবাহিকে। এর আগে একাধিক ধারাবাহিকে নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন।
মানালি দে মানেই ধারাবাহিক হিট। তবে তার শেষ ধারাবাহিক দুগ্গামণি ও বাঘ মামা সেভাবে পর্দায় সাফল্য অর্জন করতে পারেনি। ধারাবাহিকে শেষ হওয়ার বেশ কিছুদিন পর আবারও ছোটপর্দায় আরও একবার দেখা মিলল তার।
কোনও নতুন ধারাবাহিকে নয়, ড্যান্স বাংলা ড্যান্সের মঞ্চে অতথি হিসাবে আসতে চলেছেন মানালি। নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানিয়েছেন। মিঠুন চক্রবর্তীর সাথে ছবি শেয়ার করে লেখেন, “দেখা হচ্ছে খুব শীঘ্রই।” আরও একবার তাকে ছোটপর্দায় দেখে খুশি তার ভক্তরা।