অভিনেতা প্রারব্ধী সিংহ ছোটপর্দার একজন অতি পরিচিত মুখ। যিনি ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে জয় চরিত্রে দর্শকের প্রশংসা লাভ করেছেন। অনুরাগের ছোঁয়া বর্তমানে দ্বিতীয় অধ্যায় চলছে। প্রথম অধ্যায় শেষ হয়েছেন অনেকদিন আগেই।
এবার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে পর ফের নতুন চরিত্রে নতুন ধারাবাহিকে ফিরলেন প্রারব্ধী। তাকে দেখা যাবে ‘মিলন হবে কত দিনে’ ধারাবাহিকে। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করবেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী শোলাঙ্কি রায়। খুব শীঘ্রই পর্দায় আসছে এই মেগা।
প্রারব্ধী নিজে ফেসবুকে সেই খবর শেয়ার করে নেন এবং জানান, “আমি আসছি নতুন রূপে, আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা ছাড়া সত্যি আমরা কিছুনা”
প্রসঙ্গত, ভাগ্যলক্ষ্মী ধারাবাহিকের হাত ধরে দর্শকমহলে পরিচিতি লাভ করেছিলেন প্রারব্ধী। ধারাবাহিকের পাশাপাশি বেশ কিছু মিউজিক ভিডিওতে দেখা যাবে।
View this post on Instagram

