বড় চমক! মিঠাই ধারাবাহিকের পর ফের পর্দায় একসঙ্গে দাদু-নাতি ওরফে আদৃত-বিশ্বজিৎ

আদৃত-বিশ্বজিৎ

মিঠাই ধারাবাহিকের সবচেয়ে প্রিয় সদস্য ছিল দাদাই ওরফে বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। যিনি বাংলা টেলিভিশন জগতে অত্যন্ত প্রতিভাবান শিল্পী। ধারাবাহিকে এই দাদাই চরিত্রটিকে ভালোবাসেন আট থেকে আশি।

ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর থেকে মিঠাই, উচ্ছেবাবু আর দাদাইয়ের ফ্রেম ভীষণ মিস করেন দর্শক। তবে এবার মিঠাই সিরিয়ালের ভক্তদের জন্য রয়েছে দারুণ সুখবর! আবার ফের পর্দায় একসঙ্গে দেখা যাবে দাদু আর নাতির জুটি। হ্যাঁ, আদৃত রায় আর বিশ্বজিৎ চক্রবর্তীকে আবার একসঙ্গে।

আদৃত-বিশ্বজিৎ

আপনারা সকলেই জানেন অভিনেতা আদৃত রায় এখন অভিনয় করছেন জি-বাংলার ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে। আর এই ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছেন বর্ষীয়ান অভিনেতা। কোন চরিত্রে তাকে দেখা যাবে তা দেখা যায়নি।