জিতু-দিতিপ্রিয়ার বিতর্কের পর এবার চিরদিনই তুমি যে আমারের সেটে তুমুল ঝামেলা ‘কিংকর-মীরা’র ওরফে অভ্রজিৎ-তন্বী

চিরদিনই তুমি যে আমার

বেশ কয়েকদিন ধরেই আলচনার শিরোনামে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক। জিতু-দিতিপ্রিয়ার ব্যক্তিগত ঝামেলায় ধারাবাহিক ছেরেছেন নায়িকা। খোঁজ চলছে নতুন অপর্ণার। এর মাঝেই ফের ঝামেলা ধারাবাহিকের সেটে। ঝামেলার কেন্দ্রে কিংকর আর মীরা ওরফে অভ্রজিৎ চক্রবর্তী ও তন্বী লাহা রায়।

এদিন তন্বী একটি ভিডিয়ো পোস্ট করে অভ্রজিৎএর বিরুদ্ধে আনলেন একরাশ অভিযোগ। ঠিক যেমন দিতিপ্রিয়া এনেছিলেন জিতুর বিরুদ্ধে। ভিডিওতে গাড়ির ভিতরে পাওয়া গেল অভ্রজিৎ-তন্বীকে। হাতে সিরিয়ালের চিত্রনাট্য।

মীরা ম্যাডাম জানালেন, অভ্রদা তোমার নামে আমার একটা কমপ্লেন আছে, তুমি বারবার আমার সিন গুলো কেন নিয়ে নাও।’ কিংকর পালটা জানান, ‘মোটেই নয়। আগেরদিন তুমি আমার সিন নিয়েছো বলে আমি ঠিক করে ডায়লগ বলতে পারিনি। ডিরেক্টরের সামনে আমার অপমান হয়েছে।’

এমন পালটা অভিযোগ শুনে হতবাক তন্বী। মীরা ম্যাডাম বলেন, ‘মেকআপ রুমে সিনটা পড়ে যখন ফ্লোরে আসি, তখন এডি (অ্যাসিটেন্ট ডিরেক্টর সৌম্য়)-র হাতে দিয়ে দিই। নয়তো মেকআপ রুমে রেখে আসি। ফ্লোরে এসে দেখতে হলে বলি, অভ্রদা একবার দেবে তোমার সিনটা হাতে। এবার শট দেওয়ার সময় নিজে ভুলে গেলে অমিতাদাকে (চিরদিনই পরিচালক) বলবে মীরা আমার সিন নিয়ে নিয়েছে তাই আমি ডায়লগ ভুলে গেছি’।

ভিডিয়োর ক্যাপশনে তন্বী লিখেছেন, ‘আমার সাথে শ্য়ুটিংয়ে কী নিয়ে ঝামেলা হল!’ সবটা জানার পর কিংকর-মীরার এই অফস্ক্রিন বন্ডিংয়ে দারুণ খুশি দর্শক।