ফের দুঃসংবাদ! ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের পর বন্ধ হচ্ছে জি-বাংলার এই জনপ্রিয় মেগা, অবাক দর্শক

জি-বাংলা

জি-বাংলা ধারাবাহিকে একের পর এক নতুন ধারাবাহিকের যেমন আগমন, ঠিক তেমনি ধারাবাহিক বন্ধ হওয়ার ঢল নেমেছে। কোনও ধারাবাহিক খুব কম সময়ে বন্ধ হয়ে যাচ্ছে টিআরপির অভাবে তো আবার কোনও মেগা ধারাবাহিক জনপ্রিয়তা থাকা সত্ত্বেও নতুন ধারাবাহিকের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে।

কয়েকদিন আগেই বন্ধ হয়েছে জি-বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। শুরু থেকে টানা আড়াই বছরের বেশি সময় ধরে পর্দায় সাফল্যের সাথে চলেছে এই মেগা। এমনকি বিদায় বেলায়ও টিআরপি পাঁচের ঘরে ছিল। তবে টিআরপি ভালো থাকা সত্ত্বেও বন্ধ করে দেওয়া হল নতুন ধারাবাহিকের আগমনে।

টেলিপাড়ায় কানাঘুষো, খুব শীঘ্রই জি-বাংলার আরও এক মেগা ধারাবাহিকের ঝাঁপ বন্ধ হতে চলেছে। এই মেগা সবে মাত্র টিভির পর্দায় শুরু হয়েছে। এরই মধ্যে বন্ধ হয়ে যাওয়ার খবরে অবাক হচ্ছেন দর্শক।

S.I.T বেঙ্গল

এবার বন্ধ হতে চলেছে জি বাংলা সোনারের অন্যতম শো S.I.T বেঙ্গল শেষ হচ্ছে। কয়েকমাস হল এই মেগা শুরু হয়েছে পর্দায়। ঋষি কৌশিক-রুকমা রায়দের এই গল্প ভালোই উপভোগ করছিলেন দর্শক। তবে আচমকাই বন্ধের মন খারাপ ভক্তদের।

আসলে ১০০ পর্বের নির্ধারিত গল্প ছিল এটি। শুটিংও শেষ হয়েছে ইতিমধ্যে। ২ রা জানুয়ারি পর্যন্ত টিভির পর্দায় দেখা যাবে।