বাংলা টেলিভিশনের কিছু ধারাবাহিক যেমন দর্শকের মন জিততে ব্যর্থ হয় তো আবার এমন কিছু ধারাবাহিক রয়েছে যা দর্শকের মনে আজীবন রয়ে যায়। তেমন একটি ধারাবাহিক হল স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিক।
তিন বোন খড়ি-দ্যুতি-বনি-র গল্প নিয়ে কাহিনী শুরু হয়েছিল এই মেগার। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী শোলাঙ্কি রায় এবং অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়।
নায়ক-নায়িকা ছাড়াও দ্বিতীয় প্রধান চরিত্রে জুটিগুলি ভালো জনপ্রিয়তা পায়। রাহুল-দ্যুতি এবং কুণাল আর বনি। ধারাবাহিকে রাহুল চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা অনিন্দ্য চ্যাটার্জি এবং কুণাল চরিত্রে অভিনয় করেছিলেন রিয়াজ লস্কর।
বহুদিন পর অনস্ক্রিন দুই ভাই রাহুল আর কুণাল আবার এক ফ্রেমে ধরা দিলেন। সম্প্রতি অভিনেতা অনিন্দ্য চ্যাটার্জি নিজের ফেসবুক ওয়ালে অনস্ক্রিন ভাই কুণাল অর্থাৎ অভিনেতা রিয়াজ লস্কর সাথে একটি ছবি শেয়ার করে লেখেন, ‘আবার খেলা হবে’। তাদের একসাথে দেখে বেশ অবাক হয়েছেন নেটিজেনরা। তবে তাদের আবার কোনও নতুন প্রোজেক্টে একসাথে দেখা যাবে কিনা সেট বিস্তারিত কিছু শেয়ার করেনি। বহুদিন বাদে রাহুল আর কুণালকে একসাথে দেকেহ আবেগপ্রবণ গাঁটছড়া’র ভক্তরা।