স্টার জলসার জনপ্রিয় মেগা ধারাবাহিক ছিল ‘গাঁটছড়া’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী শোলাঙ্কি রায় এবং অভিনেতা গৌরব চ্যাটার্জি। ধারাবাহিকের খড়ি এবং ঋদ্ধিমানের জুটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল।
মাঝপথে ধারাবাহিক ছেড়ে দেওয়ায় খড়ির জন্য মন খারাপ ছিল দর্শকের। গাঁটছড়া ধারাবাহিক শেষ হলেই এই ধারাবাহিকের তিন প্রধান জুটিকে আজও ভুলতে পারেননি দর্শক।
বহুদিন বাদে আচমকাই খড়ি আর ঋদ্ধিমানকে এক ফ্রেমে দেখে বেজায় খুশি হয়েছেন অনুরাগীরা। শোলাঙ্কি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কিছু ছবি শেয়ার করেছেন। সেই ছবিগুলোর মধ্যে একটি ছবি দর্শকের মন জিতে নিয়েছে।
ছবিতে দেখা যাচ্ছে, কোনও এক ইভেন্ট আবার একসঙ্গে দেখা হয় শোলাঙ্কি, গৌরব আর অনিন্দ্যের। তারা সুন্দর মুহূর্তে একটি ছবি ক্যাপচার করেন। শোলাঙ্কি, ঋদ্ধিমান আর রাহুলকে একসঙ্গে দেখে আবার গাঁটছড়া’র স্মৃতিতে ভেসে যান দর্শক।