জি-বাংলা হোক কিংবা স্টার জলসা, পর্দায় একের পর এক নতুন ধারাবাহিক থেকে চোখ সরাতে পারছে না দর্শকমহল। সম্প্রতি জি-বাংলায় শেষ হয়েছে ‘মিঠিঝোরা’ ধারাবাহিক। সেখানে স্বার্থক স্যারের ভূমিকায় অভিনয় করেছেন মৈনাক ঢোল। মিঠিঝোরা শেষ হতেই ফের জি-বাংলার পর্দায় নতুন চরিত্রে হাজির হতে চলেছেন মৈনাক।
দর্শকের চাহিদার কথা মাথায় রেখেই অর্গানিক স্টুডিও প্রোডাকশন হাউজের ব্যানারে আসছে একটি নতুন ধারাবাহিক। জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে এই মেগা। এই ধারাবাহিকের হাত ধরে পর্দায় প্রথমবার জুটি বাঁধছে নন্দিনী দত্ত ও সোমরাজ মাইতি। নন্দিনী-সোমরাজের পাশাপাশি থাকবেন সাইনা চট্টোপাধ্যায় ও আরও একজন নায়ক।
সাইনার নায়কের চরিত্রে কোন অভিনেতাকে দেখা যাবে? তা নিয়ে এতদিন জল্পনা চললেও অবশেষে জানা গেল এই চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা মৈনাক ঢোলকে। পর্দায় এবার মৈনাক ও সাইনার জুটি দর্শকের কতটা মন কাড়বে এখন সেটাই দেখার।
ইতিমধ্যেই বোলপুরে অর্গানিকের নতুন ধারাবাহিকের প্রোমো শুটিং হয়েছে। সোমরাজ-নন্দিনী, মৈনাক-সাইনা ছাড়াও এই গল্পের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে টলিপাড়ার বহু পরিচিত মুখকে। জানা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগস্টের শুরুতেই সম্প্রচারিত হবে এই নতুন মেগা।