বড়পর্দার পর এবার ছোটপর্দায় লেডি সুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায়। জানা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছেন রাজঘরণী। পর্দায় এবার মুখোমুখি ‘শুভলক্ষ্মী’ ওরফে ঊষসী রায় ও শুভশ্রী। উপলক্ষ ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকের বিশেষ পর্ব। ছোটপর্দায় দুই নায়িকার যুগলবন্দি দেখতে ইতিমধ্যেই মুখিয়ে দর্শক।
বড়পর্দার নায়িকা হওয়া সত্বেও আচমকাই শুভশ্রীর ছোটপর্দায় ফেরার কারণ? এই নিয়ে অনেকের মনে প্রশ্ন জেগেছে। নেপথ্যে বিশেষ কারণ হিসাবে আজকাল ডট ইনকে ঊষসী জানান, ‘ধারাবাহিকে ইতিমধ্যেই দেখানো হয়েছে যে রায় পরিবার নিউ ইয়র্ক ছেড়ে দেশে ফিরে এসেছে। এবার তাদের আক্ষরিক অর্থেই গৃহপ্রবেশের পালা। সেখানে অনেক অতিথিই আসবেন। তবে শুভশ্রীদি তাঁদের মধ্যে অন্যতম।’
ইতিমধ্যেই শুভশ্রীর আগমনের ঘোষণার প্রোমো জনসমক্ষে পৌঁছেছে। এখন শুধু শুভশ্রীর সঙ্গে বহু প্রতীক্ষিত শুটের দিন গুনছেন ধারাবাহিকের নায়িকা ঊষসী।
ঊষসী আরও জানান, ‘শুভশ্রীদি আমার খুবই পছন্দের একজন অভিনেত্রী। ওঁর সঙ্গে অতীতে মহালয়ার একটি কাজ করেছিলাম। কিন্তু একসঙ্গে কখনও পর্দায় আসার সুযোগ হয়নি। এই ধারাবাহিকের সুবাদে অবশেষে তা হচ্ছে। আমি ভেবেই খুব আনন্দিত। খুবই এক্সাইটেড লাগছে।’
প্রসঙ্গত, ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকটি রাজ চক্রবর্তী প্রোডাকশনস প্রযোজিত ধারাবাহিক। আর সেখানেই বিশেষ পর্বে উপস্থিত হবেন শুভশ্রী।
View this post on Instagram