স্টার জলসার ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকে ‘ঝিল্লি’র চরিত্রে অভিনয় করে দর্শকের মন জিতেছিলেন অভিনেত্রী ঋতব্রতা দে। অল্পদিনেই দর্শক মহলে নিজের জায়গা পাকা করেছিলেন অভিনেত্রী। ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর ফের পর্দায় ফেরার অপেক্ষায় দিন গুনছিলেন অনুরাগীরা।
অবশেষে সিরিয়ালের গন্ডি পেরিয়ে নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন ঋতব্রতা। ধারাবাহিকে নয়, নতুন বছরে ওটিটির দুনিয়ায় পা রাখতে চলেছেন ঋতব্রতা। অভিনেত্রীকে দেখা যেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর আসন্ন ওয়েব সিরিজ ‘ঠাকুমার ঝুলি’তে। গল্পের নামের সঙ্গে মিল রেখে কিন্তু এটা কোন রূপকথার গল্প নয়, বরং দেখা যাবে টানটান রহস্যে মোড়া এক কাহিনি।
অয়ন চক্রবর্তীর পরিচালনায় এই থ্রিলার সিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি। জানা যাচ্ছে, জানুয়ারির শেষ সপ্তাহ থেকে শুরু হবে সিরিজের শুটিং। এই সিরিজের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। ‘ঠাকুমা’র চরিত্রে দেখা যাবে শ্রাবন্তী কে।
গল্প এগোবে বিষ্ণুপুরের এক জমিদার বাড়িকে কেন্দ্র করে। সেই বনেদি বাড়িতে হঠাৎই হয় একটি খুন। আর সেই খুনের তদন্ত শুরু করে এলাকার ‘ঠাকুমা’ অর্থাৎ শ্রাবন্তী। তদন্তে মোড়ে কোন সত্যির সন্ধান পাবেন তিনি? সেই নিয়েই এগোবে সিরিজের গল্প।

