অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পর ফের এসভিএফ এর হাত ধরেই পর্দায় ফিরলেন অভিনেত্রী সায়ন্তনী মল্লিক। এই মুহূর্তে তাকে দেখা যাচ্ছে জি-বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে। সদ্য ভিলেন চরিত্রে এন্ট্রি নিয়েছেন অভিনেত্রী। অসুস্থতা কাটিয়ে ফের কাজে ফিরলেন।
গত ৩ রা সেপ্টেম্বর আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন সায়ন্তনী। একটুর জন্য ফাঁড়া কেটেছিল। আবার সুস্থ হয়ে কাজে ফিরেছেন। কাজে ফিরতে পেরে ভীষণ খুশি অভিনেত্রী।
আনন্দ বাজার অনলাইনকে অভিনেত্রী জানান, “এত বড় ব্রেন স্ট্রোকের পর ফ্লোরে সংলাপ বলতে পারব কি না ভেবেই ভয় করছিল। তবে এসভিএফ-এর সঙ্গে আমার বহু বছরের সম্পর্ক। ওদের অনেক ধারাবাহিকে আমি কাজ করেছি। সবাই আমার চেনা। তাই ভয়ে পেলেও সবাই সাহস জুগিয়েছে।”
অভিনেত্রী আরও জানান, “অসুস্থতার পরে শুটিংয়ে ফিরতে প্রথম ভয় পাচ্ছিলাম কিন্তু সেটের সকলের কাছ থেকে খুব সহযোগিতা পেয়েছি। তাই সুবিধা হয়েছিল। কাজে ফিরেই বরং তাঁর ভাল লাগছে।”

