শ্রীময়ী’র পর ফের মধ্যবয়স্ক নায়ক-নায়িকার গল্প নিয়ে আসছে লীনা গাঙ্গুলি

লীনা গাঙ্গুলি

সমালোচনা হলেও এটা মানতেই হবে লীনা গাঙ্গুলির থলে থেকে কিন্তু বেরিয়ে আসে দারুণ দারুণ গল্প। এমনকি অতীতে এরকম একগুচ্ছ বাংলা সিরিয়াল রয়েছে যা সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে আর তার লেখিকা কে? সেই লীনা গাঙ্গুলি। বিন্নি ধানের খই, সাত পাকে বাঁধা, কেয়া পাতার নৌকো, ইষ্টি কুটুম, জল নূপুর, ইচ্ছে নদী, কুসুম দোলা, শ্রীময়ী এরকম অনেক সিরিয়াল রয়েছে যা গুণে শেষ করা যাবে না। আর এই সিরিয়ালগুলি একসময় বাংলা টেলিভিশনে কিন্তু দাপিয়ে রাজত্ব করেছে।

ফের আবারও লেখিকা নিজের থলে থেকে এক নতুন কাহিনী আনতে চলেছে। চ্যানেল স্টার জলসা। টেলিপাড়ার অন্দরমহলের খবর, ম্যাজিক মোমেন্টসের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে আরও এক নতুন গল্প। আর এই গল্পের কোনও নতুন জেনারেশনের নায়ক -নায়িকা থাকবেন না। বরং থাকবেন মধ্যবয়স্ক নায়ক-নায়িকা।

যদিও পর্দায় মধ্যবয়স্ক নায়ক-নায়িকার গল্প নতুন নয়। তার জলজ্যান্ত উদাহরণ শ্রীময়ী। ইন্দ্রাণী হালদারের হাত ধরে এই ধারাবাহিক শুধু বাংলায় নয়, ছড়িয়েছে ওপার বাংলায়ও। এমনকি শ্রীময়ী খ্যাতি এতটাই ছিল যে হিন্দিতে তার রিমেক বানানো হয় যা টিআরপির প্রথম। আর হিন্দিতে শ্রীময়ীর নকল ‘অনুপমা’ দারুণ হিট।

লীনা গাঙ্গুলি

এবার আসা যাক,  লীনার নতুন সিরিয়ালের প্রসঙ্গে। জানেন কি এবার মধ্যবয়স্ক নায়ক-নায়িকা হিসাবে লীনা গাঙ্গুলি কাকে বেছে নিয়েছেন? তিনি সকলের খুব প্রিয় নায়িকা। একসময় নায়িকা হিসাবে ভীষণ সফল ছিলেন টেলিভিশনে। তিনি আর কেউ নন, অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস। যিনি অতীতে ‘একদিন প্রতিদিন’, ‘এখানে আকাশ নীল’, কোজাগরীর নায়িকা ছিলেন। শুধু নায়িকা নয়, ‘কুসুম দোলা’ ধারাবাহিকে নেগেটিভ চরিত্রেও কাজ করেছেন আবার এক্কা দোক্কা ধারাবাহিকে নায়িকার বোনের চরিত্রেও অভিনয় করেছেন। তবে নতুন ধারাবাহিকের নায়কের জন্য এখনো বাছাই পর্ব চলছে। অফিশিয়ালি ঘোষণা না হলেও টেলিপাড়ার ফিসফাস এই খবর একদম পাক্কা।

সুত্রঃ TV9 . bangla