
সৃজিত, দিব্যজ্যোতি’র পর টলিপাড়ার আরও এক অভিনেতা সাপের প্রেমে পড়লেন। গায়ে সাদা, হলুদ ডোরাকাটা দাগ। লম্বা, মোটা সাপ গলায় জড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন অভিনেতা ক্রুশল অহুজা। এই মুহূর্তে তাকে হিন্দি ধারাবাহিকে দেখছেন দর্শক। তিনি এখন মুম্বইয়ের বাসিন্দা।
শুটিংয়ের ফাঁকে ছুটি কাটাতে গিয়েছিলেন তাইল্যান্ড। সেখানেই একটি ক্লাবে গলায় মোটা অজগর প্রজাতির সাপ ঝুলিয়ে হাসিমুখে ঘুরে বেড়াচ্ছেন অভিনেতা। আর সেই ভিডিয়ো পোস্ট করে ক্রুশল লেখেন, ‘আমি জানি সাপেদের কী ভাবে সামলাতে হয়।’
তবে এই প্রথম নয়, এর আগেও টলিপাড়ার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের বাড়িতে তো পোষ্য সাপেদের কথা জানা গিয়েছে। এমনকি অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে একই ভাবে সাপ নিয়ে ছবি তুলতে দেখেছিলেন দর্শক।
Instagram-এ এই পোস্টটি দেখুন