শ্রীময়ী’র পর ফের নায়কের চরিত্রে সুদীপ, নায়িকা অপরাজিতা ঘোষ

 অপরাজিতা ঘোষ

মাঝবয়সী পুরুষ এবং নারীর চরিত্র এবং তাদের সম্পর্কের জটিলতা নতুন মাত্রায় তুলে ধরতে পরিচালক লীনা গাঙ্গুলির হাত ধরে টেলিভিশন পর্দায় আসছে নতুন চমক। স্টার জলসায় ফের আরও একবার নতুন গল্পের সূচনা। যেখানে নায়িকার চরিত্রে ফিরতে চলেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ।

প্রায় এক দশকেরও বেশি সময় ধরে ধারাবাহিক এবং সিনেমায় কাজ করেছেন অপরাজিতা। দীর্ঘদিন পর আবারও পর্দায় কামব্যাক করতে যাচ্ছেন অভিনেত্রী। তবে অপরাজিতার বিপরীতে কে অভিনয় করবেন তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল থাকলেও অবশেষে জানা গিয়েছিল অপরাজিতার নায়ক হিসেবে দেখা যাবে ঋষি কৌশিককে। তবে আপাতত জানা যাচ্ছে ঋষি কৌশিকের পরিবর্তে এই চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়।

এরআগে ‘শ্রীময়ী’ ধারাবাহিকে অনিন্দ্য চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন সুদীপ। এবার অপরাজিতা ঘোষের বিপরীতে সুদীপের অভিনয় কতটা আকর্ষণীয় হয়ে উঠবে সেটাই দেখার। শীঘ্রই স্টার জলসায় এই নতুন ধারাবাহিকটির সম্প্রচার শুরু হবে আর সেখানে অপরাজিতা এবং সুদীপের জুটি দর্শকের কাছে নতুন নজির তৈরি করবে বলে আশা করা যায়।