‘শ্রীমান পৃথ্বীরাজ’র পর এবার ছোটপর্দায় ‘ব্রক্ষ্মচারী’র ভূমিকায় সুকৃত সাহা

সুকৃত সাহা

‘শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে দাগ কেটেছিলেন অভিনেতা সুকৃত সাহা। প্রায় ২ বছর পর ফের আর একবার ছোটপর্দায় ফিরছেন সুকৃত।

তবে এবার আর কোন রোমান্টিক হিরো নয়, বরং সম্পূর্ণ ভিন্ন এক রূপে ফিরছেন অভিনেতা। কোথায়, কোন চরিত্রে দেখা যাবে তাকে? জানা যাচ্ছে, নতুন কোন গল্পে নয়, স্টার জলসার ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ তে এক আধ্যাত্মিক চরিত্রে এন্ট্রি নেবেন সুকৃত। ইতিমধ্যেই তার এই নতুন লুক নিয়ে চর্চা শুরু হয়েছে টলিপাড়ায়।

ধারাবাহিকের গল্প অনুযায়ী, ভবানী তার গর্ভের সন্তান ও নাটোরবাসীদের জন্য শিবপুজোর আয়োজন করে। এদিকে, ভবানীর বিরুদ্ধে চক্রান্ত করে সমস্ত দুধের কলসিতে কালি মিশিয়ে দেওয়া হয়। ঠিক সেই সময় নাটোরের রাজবাড়িতে প্রবেশ করে এক তরুণ সন্যাসী।

সে জানায়, শিব তো বিষপান করেছিলেন, তাই এই কালি মেশানো দুধ তিনি অবশ্যই গ্রহণ করবেন। ভবানীর সঙ্গে সেও শিবের মাথায় দুধ ঢালে। নিমেষে কালো দুধ সাদা হয়ে যায়। সন্যাসীর পরিচয় জানতে চাইলে সে ভবানীকে জানায় তার নাম লোকনাথ।

Previous articleএকটি ভালোবাসার রোমান্টিক গল্প কাহিনী । A romantic love story
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।