জি-বাংলা সারেগামাপা জেতার পর খ্যাতি বেড়েছে বিজেতা দেয়াশিনী রায়ের। সারেগামাপা জেতার পর ফের জি-বাংলার পর্দায় ফিরছেন গায়িকা। এবার দিদি নাম্বার ওয়ানে আসতে চলেছেন দেয়াশিনী।
তবে দিদি নাম্বার ওয়ানে খেলতে নয়, বরং অতিথি হয়ে আসছেন। নিজেই সেই সুখবর ফেসবুকে ভ্লগ পোস্ট করে জানিয়েছেন। দেয়াশিনীকে বলতে শোনা যায়, ‘হ্যালো বন্ধুরা আমি আজ দারুণ দারুণ এক্সাইটেড কারণ আজ আমি প্রথমবার দিদি নম্বর ওয়ানে যাচ্ছি গেস্ট হিসেবে। এরপরের সমস্ত কিছু শেয়ার করব। আমার খুব ভালো লাগছে কারণ অনেক ছোট থেকে দেখেছি বিকেল হলেই আমার দিদাকে কেউ আটকে রাখতে পারত না, সঙ্গে সঙ্গে টিভি অন হয়ে যেত। দিদি নম্বর ওয়ান দেখা শুরু হয়ে যেত। আর আমি আজ সেখানে যাচ্ছি।’
খুব শীঘ্রই হয়তো পর্দায় টেলিকাস্ট হবে সেই পর্বে। জি-বাংলার চ্যানেলে আবারও দেয়াশিনীর গান শুনতে পাবেন দর্শক। যদিও কবে তাকে দেখা যাবে সেটা জানা যায়নি।